ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

এমবাপ্পে গ্যালারি থেকে দেখলেন বন্ধু হাকিমির দলের বিশ্বরেকর্ড যাত্রার সমাপ্তি

Ayesha Siddika | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০১:৩৭:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাবাতে আফকনের গ্রুপ পর্বের ম্যাচে মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্রাহিম দিয়াজ মরক্কোকে এগিয়ে দেন। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন মালির লাসিনে সিনায়োকো।

মরক্কোর জয়ের রথ থামল টানা ১৯ ম্যাচ জিতে।  তবে অ্যাটলাস লায়নসরা তাদের অপরাজিত ধারা বাড়িয়ে ২২ ম্যাচে নিয়ে গেছে। ২০২৩ এর আফকনের শেষ ষোলো থেকে বিদায়ের পর থেকে অপরাজিত আছে তারা। ইনজুরি থেকে সেরে ওঠা আশরাফ হাকিমি এদিন স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি। বেঞ্চে বসেই দেখেছেন দলের ড্র। আর পিএসজিতে তার সাবেক সতীর্থ ও বন্ধু এমবাপ্পে ছিলেন গ্যালারিতে। হাকিমির ২ নম্বর জার্সি গায়ে মরক্কোকে সমর্থন জানিয়েছেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, হাকিমি নিজেই এমবাপ্পেকে এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। বন্ধুর আমন্ত্রণ রক্ষা করে ফরাসি তারকা তার ভাই ও মা-বাবাকে নিয়ে হাজির হয়েছিলেন।

এদিন প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার পর বিরতির আগে ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টিতে এগিয়ে যায় মরক্কো। ভিএআর রিভিউয়ের পর পেনাল্টি দেওয়া হয়, কারণ দিয়াজকে টপকে যাওয়ার পর ভারসাম্য ফেরাতে গিয়ে নাথান গাসামা হাত দিয়ে বল স্পর্শ করেছিলেন বলে রায় দেন রেফারি। দ্বিতীয়ার্ধে জাওয়াদ এল ইয়ামিকের ফাউলে লাসিনে সিনায়োকো পড়ে গেলেও প্রথমে পেনাল্টি দেওয়া হয়নি, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে ওঠে। কিছুক্ষণ পর রিভিউ দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। ৬৪তম মিনিটে স্পট-কিক থেকে গোল করে সমতা ফেরান সিনায়োকো।

স্থানীয় সমর্থকদের খুশি করতে জয়সূচক গোলের জন্য মরক্কো মরিয়া হয়ে চেষ্টা চালায়। কিন্তু মালি গোলকিপার জিগুই দিয়ারা নায়ক হয়ে ওঠেন। তিনি ইউসুফ এন-নেসিরির শট ঠেকান এবং ওয়ো কুলিবালির আত্মঘাতী গোলও রুখে দেন। গ্রুপ ‘এ’-এর আগের ম্যাচে জাম্বিয়া ও কোমোরোস ১-১ গোলে ড্র করেছে; দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছিল।

 

 

আয়শা/২৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad