বিনোদন ডেক্স : ঊনষাট বসন্ত পেরিয়ে ৬০-এ পা রাখলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানের জন্মদিন ঘিরে ছিল ব্যাপক আয়োজন ও কড়া নিরাপত্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে তাঁর কেক কাটার ভিডিও। এই বিশেষ দিনে আলোর সাজে সেজে উঠেছিল বান্দ্রা-ওরলি সি লিংক। রাতের আকাশে তারকা বাতির সাহায্যে ভেসে ওঠে সালমান খানের নাম, সঙ্গে লেখা— শুভ জন্মদিন সালমান খান।

এবার আর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নয়, নিজের খামারবাড়িতে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। গভীর রাত থেকেই সেখানে শুরু হয় তারকাদের আনাগোনা। একঝলক দেখলে বোঝার উপায় ছিল না যে তখন মধ্যরাত—তারকাদের উপস্থিতিতে যেন রাতের অন্ধকারও ম্লান হয়ে গিয়েছিল।
জন্মদিনের রাতে বরাবরের মতোই সাদামাটা লুকে ধরা দেন সালমান। একটি কালো টি-শার্ট ও নীল ডেনিম জিন্সে বার্থডে বয় ছিলেন স্বভাবসুলভ ছিমছাম সাজে। পরিবারের সঙ্গে কেক কাটার পর খামারবাড়ির বাইরে পাপারাজ্জিদের সঙ্গে সময় কাটান সালমান। সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে একসঙ্গে কেক কাটেন তিনি।
কেক কাটার পর প্রথমেই প্রিয় সাংবাদিক ও ঘনিষ্ঠ বান্ধবী ভারতী দূরে-কে কেক খাইয়ে দেন ভাইজান। এমনকি তাঁর কপালে চুম্বন দিয়ে বন্ধুত্বের মুহূর্তও ভাগ করে নেন। কাজের দিক থেকে সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যা প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি। এছাড়া তিনি আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর বহুল আলোচিত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’।
কুইক টিভি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৪৫






