ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ - ০৮:৪৩:৩৩ পিএম

এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোরের হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম জেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবক যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

তিনি বলেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথ নিয়ে গবেষণা আছে। পাবলিকেশন আছে। আমাদের দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার। এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দরকার। উন্নত বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। হোমিওপ্যাথ ও এলোপ্যাথিক ব্যবস্থাকে একে ওপরের প্রতিদ্ব›িদ্ব না ভেবে সহযোগী ভাবলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে।

সভায় সভাপতিত্ব করেন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নি বডির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি যশোর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের। তিনি তার বক্তৃতায় বলেন, লাগাবেন চুক্কা তেতুল গাছ আশা করবেন মিস্টি আঙ্গুর। এটা ভুল। স্বাস্থ্য খাতের মোট বাজেটের কত শতাংশ বাস্তবায়ন হয় তার হিসাব জনগণকে দেয়া হয় না। ২৪ এর বিপ্লবের পর সুযোগ এসেছে ব্যবস্থা বদলের। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবর্তনের সুযোগ এসেছে। এজন্য মানুষ নতুন নেতৃত্বের অপেক্ষায়।

সভায় অন্যান্যের আলোচনা করেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুরে আলী নুর মামুন, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, প্রবীন শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আবু হাসান জাহিদ, ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশত হোমিওপ্যাথিক পুরুষ ও নারী হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৬

▎সর্বশেষ

ad