ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

Ayesha Siddika | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ - ০৮:৩৩:৫৬ পিএম

ডেস্ক নিউজ : উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা ও তীব্র শীতে কাঁপছে রাজশাহীসহ আশপাশের অঞ্চল। ঘন থেকে মাঝারি কুয়াশায় ঢাকা পড়েছে উত্তর-পশ্চিমের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলেনি এসব এলাকায়। এদিন দেশের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এটাই বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আরও দুই তিনদিন তীব্র শীত থাকবে রাজশাহী অঞ্চলে। রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। 
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। সমতল ও নদী অববাহিকা সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। কুয়াশা সরতে সময় লাগবে ৬ ঘণ্টার বেশি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের কম থাকবে সড়কে। সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল একশভাগ। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। 

বৃহস্পতিবার বিকাল ৫টার পরপরই নগরীর সড়কগুলি ফাঁকা হয়ে গেছে। তীব্র শীতে লোকজন কমসংখ্যায় ঘরের বাইরে বের হয়েছেন। ছুটির দিন থাকায় অফিস আদালত বন্ধ ছিল এবং নগরীতে বাইরে আসা লোকজনের উপস্থিতিও ছিল নগণ্য। কৃষকেরা জানিয়েছেন ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আলু ফসলের ক্ষতি হবে। সূর্যের আলো না পেলে বীজ আলুর অঙ্কুরোদম ব্যাহত হবে। ক্ষতি হবে বোরো বীজতলারও।

 

 

আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad