ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

কৌশিক সেনের সঙ্গে ‘জড়িয়ে গেলেন’ প্রিয়াংকা, প্রকাশ্যে এলো ছবি

Mohon | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ - ১২:৩০:৪৮ পিএম

বিনোদন ডেক্স : একদিকে বড়দিনের আমেজ, অন্যদিকে জোরকদমে চলছে শুটিং। দুই-দুটি সিনেমা ফ্লোরে। দুটি সিনেমা দুই রকমের। অনির্বাণ চক্রবর্তী ও সায়ন্তন মুখোপাধ্যায় তাদের নতুন সিনেমা ‘উল্টোরথ’ ও ‘মহেশ’-এর শুটিং করছেন। প্রযোজনায় আছেন ক্যামেলিয়া। দুটি সিনেমাতেই একাধিক চমক রয়েছে। ‘উল্টোরথ’ সিনেমার মূল আকর্ষণ হচ্ছে অভিনেতা কৌশিক সেন ও প্রিয়াংকা সরকারের অসম জুটি।

এ সিনেমার পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেছেন, গল্পও ততটাই আকর্ষণীয়। এক পরিবারে তিন প্রজন্মের পুরুষ থাকেন। তাদের দুজন বিপত্নীক। এ বাড়িতে জিনিস বিক্রি করতে এসে জড়িয়ে যাবেন এক নারী। তিন প্রজন্মকে পর্দায় তুলে ধরবেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক সেন ও আয়ুশ। ‘সেলসগার্ল’-এর ভূমিকায় থাকছেন প্রিয়াংকা সরকার।

হঠাৎ এ রকম অসম বয়সি জুটি বাছলেন কেন?—সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় পরিচালককে। নির্মাতা জানিয়েছেন, এখানে কেউ কারও জুটি নয়। প্রত্যেক চরিত্র নিজেদের মতো করে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, চিত্রনাট্য মেনে কৌশিক-প্রিয়াংকা পর্দায় সম্পর্কে জড়াবেন কিনা, সেটি হলে গিয়ে জানা যাবে।ইতোমধ্যে সিনেমার দুদিন শুটিং হয়ে গেছে। অনির্বাণ বলেন, প্রিয়াংকা ছাড়া বাকিদের সঙ্গে আগেও কাজ করেছি। নায়িকা ভীষণ সহযোগিতা করছেন। আর প্রিয়াংকার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই।

একইভাবে দিন তিনেকের শুটিং সেরে ফেলেছেন ‘ফুটানিগঞ্জের মহেশ’ সিনেমার পরিচালকও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আমার ছবির বিষয়। আধুনিক যুগের নিরিখে দেখানো হবে গোটা বিষয়। সেই অনুযায়ী সিনেমার ভেতরে সিনেমা। এক পরিচালকের চোখ দিয়ে দেখানো হবে সবটা। মুখ্য চরিত্রাভিনেতা হিসাবে একজন ষাঁড়কেই পেতে চান পরিচালক! যদিও তিনি জানেন, এর জন্য তিনি সেন্সরের ছাড়পত্র না-ও পেতে পারেন।

এদিকে জীবন্ত ষাঁড়ের সঙ্গে অভিনয় করতে করতে তারও মায়া পড়ে যায় ‘মহেশ’ গল্পের ‘গফুর’-এর মতো। যথারীতি সেন্সর বোর্ড আটকায় পরিচালকের ছবিটি। এই প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে লোকনাথ দে-কে। খলনায়কের ভূমিকায় অর্ণ মুখোপাধ্যায়। এ ছাড়া থাকবেন খরাজ মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, অমিত সাহা প্রমুখ। সায়ন্তনের দাবি, তার নিজের জীবনের ঘটনাই ছায়া ফেলবে এ সিনেমায়।

 

 

 

কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৩০

 

 

▎সর্বশেষ

ad