
স্পোর্টস ডেস্ক : রোনালদোর এই নতুন বাড়িগুলো সৌদি আরবের রাজধানী রিয়াদে তার বর্তমান বাসস্থান থেকে প্রায় ৮০০ মাইল দূরে অবস্থিত। ভিলাগুলোর নকশা করেছেন বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি লর্ড নরম্যান ফস্টার। এটি এমন এক সংরক্ষিত এলাকা, যা অভিজাতদের নিরিবিলি অবকাশযাপনের জন্য তৈরি।
দ্য সান প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো এই এক্সক্লুসিভ ভিলাগুলোর প্রথম ক্রেতাদের একজন। রিসোর্টটির বর্ণনা দেয়া হয়েছে এভাবে ‘বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত দ্বীপ গন্তব্যগুলোর একটি, যেখানে নকশাগত উৎকর্ষতা ও পরিবেশবান্ধব দর্শনের মেলবন্ধন রয়েছে।’ এই দ্বীপে যেতে হলে প্রথমে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উড়ে যেতে হয়, এরপর সি-প্লেন বা নৌকায় নুজুমায় পৌঁছাতে হয়।
সৌদি গেজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো তার এই সিদ্ধান্তের কথা বলেছেন। তিনি বলেন, ‘এটা সত্যিই সব দিক থেকে ব্যতিক্রমী। প্রথম সফর থেকেই জর্জিনা আর আমি এই দ্বীপের সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করেছি—এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে আমরা শান্তি ও প্রশান্তি খুঁজে পাই।’
রোনালদো পরিবারকে স্থানীয় কমিউনিটিতে স্বাগত জানিয়েছেন রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানো। তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো ও জর্জিনাকে রেড সি রেসিডেন্সেস কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এখানে বাড়ি কেনার সিদ্ধান্ত প্রমাণ করে যে, যারা গোপনীয়তার সঙ্গে অ্যাডভেঞ্চার আর প্রকৃতির সঙ্গে বিলাসিতা খোঁজেন, তাদের কাছে এই গন্তব্য কতটা আকর্ষণীয়। দ্য রেড সি যা কিছু অফার করে, সবকিছু আবিষ্কারে আমরা তাদের সহায়তা করতে মুখিয়ে আছি।’
খবরে বলা হয়েছে, রোনালদো একটি তিন বেডরুমের ভিলা এবং আরেকটি দুই বেডরুমের ভিলা কিনেছেন—যেখানে সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তানদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। উম্মাহাত দ্বীপপুঞ্জে অবস্থিত এই রিসোর্টের সব সম্পত্তিতেই রয়েছে—প্যানোরামিক জানালা, খোলা লিভিং স্পেস, সমুদ্রদৃশ্যসহ ব্যক্তিগত সুইমিং পুল এবং সৌদি আরবের ঝকঝকে তারাভরা আকাশ দেখার জন্য টেলিস্কোপ। অতিথিরা এখানে বিলাসবহুল স্পা, ডাইভিং সেন্টার ও নানা ধরনের ওয়াটার স্পোর্টসের সুবিধাও উপভোগ করতে পারেন।
এদিকে, সৌদি প্রো লিগের শীতকালীন বিরতির পর আল-নাসরের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রোনালদো। দারুণ শুরু করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল-নাসর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে তারা চার পয়েন্টে এগিয়ে। যদিও রোনালদো এখনো আল-নাসরের হয়ে কোনো ট্রফি জিততে পারেননি, তবে গ্রীষ্মে নতুন করে দুই বছরের চুক্তি সই করার পর সেই আক্ষেপ ঘোচানোর আশায় আছেন তিনি।
ফিফা থেকেও সুখবর পেয়েছে আল নাসর। তাদের ওপর থাকা ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা চাইলে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। আল-নাসরের পরবর্তী ম্যাচ এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ে ইরাকি ক্লাব আল-জাওরার বিপক্ষে। এই ম্যাচে রোনালদো বিশ্রামে থাকতে পারেন, কারণ টুর্নামেন্টজুড়ে এমনটাই হয়ে এসেছে। এরপর তিনি সম্ভবত ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল-আখদৌদের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরতে পারেন।
খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০০






