ক্রীড়া ডেস্ক : বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তনের দিনেই শিরোনাম কেড়ে নিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে ওপেন করতে নেমে বাঁহাতি এই কিশোর ব্যাটার মাত্র ৩৬ বলে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান। ঝোড়ো ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। ২৫ বলে ফিফটি ছুঁয়ে আরো ১১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেখানেই থামেননি, ৫৯ বলে দেড়শতে পৌঁছে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভাঙার পথে এগোচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করে আউট হন তিনি। এই বিধ্বংসী ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছয়। অর্থাৎ বাউন্ডারি থেকেই আসে ১৫৪ রান। তার ৩৬ বলের শতক লিস্ট ‘এ’ ইতিহাসে যৌথভাবে পঞ্চম দ্রুততম এবং ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
আইপিএলে অভিষেকেই প্রথম বলে ছক্কা ও ৩৫ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন সূর্যবংশী। এরপর ভারত ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি। এবার সিনিয়র লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম শতক তুলে নিয়ে নিজের প্রতিভার শক্ত প্রমাণ দিলেন এই কিশোর। টি-টোয়েন্টিতে আগেই তার তিনটি শতক রয়েছে। সব মিলিয়ে সিনিয়র পেশাদার ক্রিকেটে এটি সূর্যবংশীর চতুর্থ শতক, যা ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে বড় নাম হতে যাচ্ছেন এই ১৪ বছরের ব্যাটার।
কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:২৪






