
নিউজ ডেক্স : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সৈয়দপুর। বইছে হিমেল হাওয়া। শীতে জবুথবু অবস্থায় সৈয়দপুরসহ নীলফামারীর জনপদ। বুধবার (২৪ ডিসেম্বর ) সকাল ৮টায় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর শীতের তীব্রতা থাকায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শীতের কারণে প্রধান সড়ক, মাঠ-ঘাট প্রায় ফাঁকা। ফসলের ক্ষেতে কাজ করতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে রফিকুল ইসলাম নামের এক কৃষক বলেন, প্রচন্ড কুয়াশা আর শীতের কারণে কাজ করা যাচ্ছে না। ঘর থেকে বের হওয়াই খুব কষ্টকর হয়ে পড়েছে। যেভাবে কুয়াশা পড়ছে, তাতে মনে হচ্ছে যে, বৃষ্টি পড়ছে। বাইরে বের হলেই হাত-পা ঠান্ডা হয়ে আসছে। শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন দারুলউলুম মাদ্রাসা মোড়ের রিকশা চালক কাল্লু বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টা পর্যন্ত সামনে ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু করার কিছুই নাই, রিকশা না চালালে স্ত্রী ও বাচ্চাদের না খেয়ে থাকতে হবে। তাই বাধ্য হয়েই রিকশা নিয়ে বের হয়েছি।
একই এলাকার চা বিক্রেতা জিয়া বলেন, সকাল থেকেই যে পরিমাণ কুয়াশা আর শীত, তাতে বাইরে বের হাওয়াই কষ্টকর। সকালে ক্রেতা একদম কম। শুধু মাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা নাস্তা খাবে বলেই হোটেল খুলে বসে আছি। ঠান্ডায় বসে থাকা খুবই কষ্টকর। সকালে সড়ক পরিষ্কার করতে আসা বেবি নামের এক মধ্য বয়সি নারী বলেন, সামনে নাকি এমপি নির্বাচন।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত ৪-৫ দিন ধরেই সৈয়দপুরের তাপমাত্রা ১২ দশমিক ৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। সেই সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়া অব্যাহত রয়েছে। আগামীতে সৈয়দপুরসহ নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে আশংকা করা হচ্ছে।
কুইক টিভি / মহন / ২৪ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:০৪






