নিউজ ডেক্স : রিয়াল মাদ্রিদ থেকে ফরাসি ক্লাব লিওঁতে ধারে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিক। ফরাসি দৈনিক লেকিপ-এর খবর অনুযায়ী, এই ধারে খেলানোর বিনিময়ে ১০ লাখ ইউরো লোন ফি পাবে রিয়াল মাদ্রিদ। চুক্তির শর্ত অনুযায়ী, ফ্রান্সে থাকাকালীন এন্ড্রিকের বেতনের ৫০ শতাংশ বহন করবে রিয়াল মাদ্রিদ। বাকি অংশ দেবে লিওঁ।

ধারের এই চুক্তিতে পারফরম্যান্স–সংক্রান্ত একটি শর্তও যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক ম্যাচে এন্ড্রিককে মাঠে নামতে হবে লিওঁর হয়ে। যদিও ম্যাচসংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, ধারণা করা হচ্ছে ২০ থেকে ২৫ ম্যাচ খেলাতে হবে তাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তিতে এন্ড্রিককে কেনার কোনো বিকল্প রাখা হয়নি।
রিয়াল মাদ্রিদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাকে বিক্রির কোনো পরিকল্পনা নেই। মৌসুম শেষ হলে এন্ড্রিক আবার ফিরে যাবেন সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়াল কোচ জাবি আলোনসোর অধীনে এ মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পাননি এন্ড্রিক। সেই ঘাটতি পুষিয়ে নিতেই তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
নিয়মিত বড় ম্যাচ খেলার মাধ্যমে অভিজ্ঞতা বাড়ানোই মূল লক্ষ্য। এদিকে এন্ড্রিকের নিজের লক্ষ্যও স্পষ্ট। লিওঁতে ভালো পারফরম্যান্স দেখিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়ার আশা তার। ফ্রান্সের লিগে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে পারলে সেই স্বপ্ন পূরণে বড় ধাপ এগোতে পারবেন এই তরুণ ফরোয়ার্ড।
কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৩০






