নিউজ ডেক্স : বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া দল ঘোষণা করতেই চমক। মেলবোর্নে অনুষ্ঠেয় চতুর্থ টেস্টের স্কোয়াডে নেই অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। চোট ও বিশ্রামের কারণে দুজনকে রাখা হয়নি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ছেঁড়া পড়ায় অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন নাথান লায়ন।

এ কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। অন্যদিকে দীর্ঘদিনের পিঠের সমস্যার কারণে সতর্কতার অংশ হিসেবে কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি কামিন্স। তৃতীয় টেস্টে অ্যাডিলেডে দলে ফিরে খেললেও সিরিজের ফল তখনই নির্ধারিত হয়ে যায়।
মাত্র ১১ দিনের খেলায় অ্যাশেজ নিজেদের দখলে রাখে অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে তৃতীয় টেস্টে না থাকা স্টিভ স্মিথ ফিরছেন দলে এবং তিনিই নেতৃত্ব দেবেন বক্সিং ডে টেস্টে। তার নেতৃত্বেই মেলবোর্নে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন পেসার ঝাই রিচার্ডসন ও স্পিনার টড মারফি।
তবে অ্যাডিলেড টেস্টের একাদশে না থাকলেও মাইকেল নেসার, বিউ ওয়েবস্টার ও ব্রেন্ডন ডগেট স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।
কুইক টিভি/ মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৪৯






