ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

‘পাকিস্তান আইডল আমার জীবন বদলে দিয়েছে’

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৯:১৯:১৮ পিএম

বিনোদন ডেস্ক : লাহোরের তরুণ সংগীতশিল্পী রোমাইসা তারিক বর্তমানে ‘পাকিস্তান আইডল’-এর সেরা ১৬–তে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয় এই রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর থেকেই তার জীবন বদলে গেছে বলে জানান তিনি।

রোমাইসার ভাষায়, ‘এখন যেখানে যাই, সবাই আমাকে চিনে ফেলে। দারুণ এক অনুভূতি, তবে মাঝে মাঝে মজার ঝামেলাতেও পড়তে হয়। পাকিস্তান আইডল আমার জীবনে রঙ ছড়িয়ে দিয়েছে।’

প্রাতিষ্ঠানিকভাবে সংগীত শেখা হয়নি তার। বোনের অনুপ্রেরণাতেই গান চালিয়ে যান রোমাইসা, আর সেখান থেকেই আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ান পাকিস্তান আইডলের মূল মঞ্চে। ইতোমধ্যে বেশ সম্ভাবনাও দেখিয়েছেন তিনি।

লোকগীতি ‘লৌঙ্গ গাভাঁচা’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান রোমাইসা। সামাজিক মাধ্যমে তার গান দ্রুত ছড়িয়ে পড়ে, আর সেখান থেকেই দেশজুড়ে পরিচিতি পান তিনি।

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক রোমাইসার জনপ্রিয়তার শুরুটাও ছিল নাটকীয়—বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যাওয়ার সময়ই তিনি জানতে পারেন যে তার গান ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অবসরে গিটার বাজিয়ে অনুশীলন করতে ভালোবাসেন তিনি।

রোমাইসার মা জানান, তারা যদিও রক্ষণশীল পশতুন পরিবার থেকে এসেছেন, তবুও মেয়ের স্বপ্ন পূরণে তিনি বাধা হতে চান না। তার কথা, ‘মেয়ের ইচ্ছের পথে কোনো বাধা আসতে দেবো না। সে নিজের মতো বড় হোক, প্রতিষ্ঠিত হোক—এটাই চাই।’

পর্দার পেছনের পরিবেশ নিয়ে রোমাইসা বলেন, ‘প্রতিযোগীদের মধ্যে সহযোগিতার মনোভাব আছে এবং পরিবেশটাও খুবই বন্ধুত্বপূর্ণ।’

পরবর্তী পর্বগুলো নিয়ে তিনি পুরোপুরি প্রস্তুত। ভোট দেওয়ার দায়িত্বও তার বন্ধুরা ভাগ করে নিয়েছেন। গান ছাড়াও রোমাইসা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন ভিডিও তৈরি করতেও ভালোবাসেন।

সূত্র- জিও নিউজ

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad