
স্পোর্টস ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার।
জাতীয় দল থেকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের কী হয়েছে তা না জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী জান্নাতুল কাওসারের শেয়ার করা ছবি দেখে অসুস্থতার ব্যাপারটি প্রকাশ্যে এসেছে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’
শেয়ার করা ছবিতে রিয়াদকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তার স্ত্রী আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’
৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা এই সাবেক অধিনায়ক এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানান।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলে যাচ্ছেন রিয়াদ। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন তিনি।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৪০






