
স্পোর্টস ডেস্ক : কোচ জাবি আলোনসোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আগামী গ্রীষ্মে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনার আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। বিভিন্ন গণমাধ্যমের দাবি, চলতি মৌসুম শেষেই এ বিষয়ে ভিনির সঙ্গে সমঝোতা সেরে ফেলতে চায় ক্লাবটি। কোচ ও খেলোয়াড়ের মধ্যে কোনো বিরোধ থাকলেও সেটিরও অবসান চায় ক্লাব। যদিও বিষয়টি ক্লাবের একেবারেই অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ম্যাচ শেষের ১৮ মিনিট আগে ভিনিসিয়ুসকে মাঠ থেকে উঠিয়ে নেন আলোনসো। এ ঘটনায় ব্রাজিলিয়ান উইঙ্গার মাঠ ছাড়ার সময় কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সোজা টানেলে চলে যান। পরে টিভি ফুটেজে ধরা পড়ে মাঠ ছেড়ে চলে যাবার সময় ভিনি কোচকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। অবশ্য কিছুক্ষণ পর ভিনি আবারও বেঞ্চে ফিরে আসেন। ওই সময় অনেকটাই ক্ষিপ্ত ভিনি ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন, এমনটাও শোনা গেছে। আর এতেই আলোনসোর সঙ্গে তার উত্তপ্ত সম্পর্কের বিষয়টি ও একইসাথে ক্লাবে তার ভবিষ্যৎ আবারও সামনে চলে আসে।

আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১৫






