
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে সমঝোতা হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প বলেন, ইউক্রেন প্রসঙ্গটি আলোচনায় খুব গুরুত্ব পেয়েছে। আমরা এ নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। আমরা দুজনই একসঙ্গে কাজ করব—দেখব কিছু করা যায় কি না।
ট্রাম্প আরও বলেন, শি আমাদের সহায়তা করবেন এবং আমরা ইউক্রেন ইস্যুতে যৌথভাবে কাজ করব। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই শির সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠক। বলা হচ্ছে, ২০১৯ সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন এটি।
ট্রাম্প বলেছেন, শির সঙ্গে তার আলোচনা অসাধারণ ছিল। অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি ১০ এর মধ্যে ১২ এবং সেরা ছিল। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি তার প্রশংসা করেন। এ ধরনের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩০






