ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর

Anima Rakhi | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ - ০৬:৩৩:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রিয়ার করণবীর সিং। তিনি ভেঙ্গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বিশ্ব রেকর্ড। 

সদ্য শেষ হওয়া রোমানিয়া সফরে চার ম্যাচের সিরিজে ব্যাট হাতে ২৪৮ রান করার পথে নতুন রেকর্ডের জন্ম দেন ৩০ বছর বয়সি করণবীর। 

চলতি বছর এখন পর্যন্ত ৩২ ম্যাচের ৩২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮৮ রান করেছেন করণবীর। এতদিন এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক ছিলেন রিজওয়ান। 

২০২১ সালে ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ১ সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান।

এক বছরে সবচেয়ে রান করার পাশাপাশি সর্বোচ্চ চার-ছক্কার বিশ্ব রেকর্ডও গড়েছেন করণবীর। সর্বোচ্চ চারেও রিজওয়ানের রেকর্ড ভেঙেছেন তিনি। এ বছর ১২৭টি চার মেরেছে করণবীর। ২০২১ সালে ১১৯টি চার মেরেছিলেন রিজওয়ান। 

ছক্কার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড আগেই নিজের দখলে নিয়েছেন করণবীর। এ বছর ১২২টি ছক্কা মেরেছেন তিনি। এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন সূর্য।

সূত্র : উইজডেন

অনিমা/২৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad