
স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলে হ্যারি কেইনের দুর্দান্ত যাত্রা আরও এক নতুন মাইলফলকে পৌঁছাল। শনিবার রাতে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে ক্লাব ক্যারিয়ারে ৪০০তম গোলের দেখা পেয়েছেন ইংলিশ তারকা। সেই সঙ্গে বায়ার্ন মিউনিখকেও এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়।
আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ২২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে কেইন এই রেকর্ড স্পর্শ করেন। ম্যাচের ৭৮তম মিনিটে মাইকেল ওলিসে ব্যবধান দ্বিগুণ করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। যদিও ৮৪তম মিনিটে ইউলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করে ডর্টমুন্ডকে কিছুটা লড়াইয়ে ফেরান, তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই গোলের মাধ্যমে বায়ার্ন মিউনিখের জার্সিতে হ্যারি কেইনের গোল সংখ্যা দাঁড়াল ১০৪টিতে। এর আগে তিনি টটেনহ্যাম হটস্পারের হয়ে করেছিলেন সর্বোচ্চ ২৮০ গোল। এছাড়া মিলওয়ালের হয়ে ৯টি, লেইটন ওরিয়েন্টের হয়ে ৫টি এবং লেস্টার সিটির হয়ে ২টি গোল করেছেন এই স্ট্রাইকার।
বুন্দেসলিগার চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ এখন পর্যন্ত সাত ম্যাচে শতভাগ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।
অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৫:২০