ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

প্রতিদিন অতিরিক্ত হাঁটা কি বিপজ্জনক?

Anima Rakhi | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ - ০৬:৫৪:৪৭ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক :   নিয়মিত হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা আমরা সবাই জানি। তবে প্রতিদিন ১০ হাজার পা হাঁটাকে অনেকেই ‘স্বর্ণমানদণ্ড’ ধরে নিয়ে হাঁটেন, ভাবেন এটাই সুস্থ থাকার চাবিকাঠি। অথচ চিকিৎসকদের মতে, অতিরিক্ত হাঁটার অভ্যাস কখনো কখনো শরীরের ক্ষতির কারণও হতে পারে। সবার শারীরিক গঠন ও সক্ষমতা এক নয় তাই হাঁটার মাত্রাও হওয়া উচিত ব্যক্তিগতভাবে নির্ধারিত।

চলুন জেনে নিই, প্রতিদিন অতিরিক্ত হাঁটার ফলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে—

সন্ধিতে বাড়তি চাপ

প্রতিদিন দীর্ঘ সময় হাঁটার ফলে হাঁটু, কোমর ও গোড়ালির সন্ধিতে অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে যাঁদের ওজন বেশি, তাঁদের হাঁটুতে দ্রুত ব্যথা দেখা দিতে পারে। এ সমস্যা এড়াতে আরামদায়ক জুতো পরা ও নরম মাটিতে হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পেশির ভারসাম্যহীনতা

হাঁটার ফলে সাধারণত শরীরের নিচের অংশ সুঠাম হয়, তবে ওপরের অংশে খুব একটা প্রভাব পড়ে না। এর ফলে শরীরের পেশিগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে, যা দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

একঘেয়ে শরীরচর্চা

প্রতিদিন একই গতিতে ও একই পরিবেশে হাঁটলে শরীর ও মস্তিষ্ক সেই অনুশীলনে অভ্যস্ত হয়ে পড়ে। এতে করে হাঁটার উপকার কমে যায়। এই সমস্যা দূর করতে মাঝে মাঝে পাহাড়ি বা ঢালু পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়।

অতিরিক্ত ক্লান্তি ও ঘুমের ব্যাঘাত

যাঁরা ব্যস্ত জীবনে সময় বের করে হাঁটার চেষ্টা করেন, তাঁদের অনেকে অতিরিক্ত হাঁটার ফলে ক্লান্তি, পেশি ব্যথা ও ঘুমের সমস্যা অনুভব করেন। এতে শরীরচর্চার প্রতি অনীহা তৈরি হতে পারে।

শুধু হাঁটাতেই সীমাবদ্ধ থাকা

অনেকে ভাবেন, হাঁটাই যথেষ্ট। তাই অন্য কোনো শরীরচর্চা করেন না। অথচ সুস্থ ও সুষম দেহের জন্য হাঁটার পাশাপাশি ওজন তোলার ব্যায়াম বা স্ট্রেচিংয়ের মতো অন্যান্য অনুশীলনও জরুরি।

কী করবেন?

হাঁটা অবশ্যই ভালো অভ্যাস, তবে তার পরিমাণ ও ধরন হওয়া উচিত আপনার বয়স, ওজন ও স্বাস্থ্য অনুযায়ী। হাঁটার পাশাপাশি বিশ্রাম, অন্যান্য শরীরচর্চা এবং পেশির ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।

স্মার্ট এক্সারসাইজ পরিকল্পনায় হাঁটা থাকবে অবশ্যই, তবে একমাত্র ভরসা হয়ে উঠলে শরীর তার বিরূপ প্রভাব ফেলে দিতেই পারে। তাই ব্যালেন্সই হলো স্বাস্থ্যকর জীবনের মূলমন্ত্র।

অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৬:৫৪
▎সর্বশেষ

ad