
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের স্টেরলিতামাক শহরে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আভান-গার্দ নামের ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
রুশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্থানীয় গভর্নর রাদিয় খাবিরভ নিহতদের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করেছে।
তবে এই বিস্ফোরণ ইউক্রেনের কোনো ড্রোন হামলার কারণে ঘটেছে, এমন ধারণা তিনি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।
রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানায়, দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালিয়ে শনিবার সকালেই কার্যক্রম শেষ করা হয়।
আভান-গার্দ কারখানাটি মূলত শিল্পবিস্ফোরক উৎপাদন এবং পুরনো গোলাবারুদ ধ্বংসের কাজ করে থাকে। ২০২২ সাল থেকে প্রতিষ্ঠানটি রাশিয়ার রাষ্ট্রীয় শিল্প সংস্থা ‘রোস্টেক’-এর অধীনে পরিচালিত হচ্ছে।
সূত্র: রয়টার্স
অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৭:২৯