ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সারা দেশের ন্যায় এমপিও শিক্ষক-কর্মচারীদের  প্রতিবাদ সমাবেশ

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ - ০৪:৪৫:৫২ পিএম
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় পার্বতীপুর ুউপজেলার বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ চলছে। আজ ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার, বেলা ১১ টায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী প্রতিবাদী অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। স্থানীয় হামিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধুলাউদাল বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হামিদপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো: আজিজুর রহমান। 

আরো বক্তব্য রাখেন খলিলপুর হাজী ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেহেরাব আলী সর্দার, পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মাহফুজার রহমান, বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের প্রধান শিক্ষক মো: জাহান্দার হোসেন, হামিদুরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুন্নবী সরকার,  বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো: শাহিনুর আলম, হামিদপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো : ফেরদৌস রহমান, পাটিকাঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, খলিলপুর হাজী ছানাউল্লা দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা মো: মাহাবুবউল আলম প্রমুখ। এসময় হামিদপুর ইউনিয়নের এমপিও ভুক্ত  স্কুল-কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষক সমাবেশে যোগ দেন।

সমাবেশে শিক্ষকরা বলেন- দীর্ঘ দিন ধরে বৈষম্য বঞ্চনা শিক্ষা ক্ষেত্রে চলে আসছে। আমরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া,  শিক্ষক- কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি করেছিলাম। এই দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিল।

এতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছিলো। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা এর প্রতিবাদ করছি। আমাদের সারা দেশে কর্মবিরতি চলছে। সেই দাবি করছি অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক।

আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২
▎সর্বশেষ

ad