
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ এলেই বাংলাদেশের আকাশ ছেয়ে যায় পতাকায়। বেশিরভাগ বাড়ির ছাদ থেকে ওড়ে পতাকা, তার সিংহভাগই থাকে আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপে সে সমর্থন গিয়ে পৌঁছেছে লাতিন দেশটিতেও। দুই দেশের সম্পর্কটা সেই থেকে ভ্রাতৃত্বের।
আজ নিজেদের ফেসবুক পাতায় বিষয়টি জানিয়েছে আকাশি-সাদারা। সেখানে আবারও উঠে এসেছে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা সমর্থনের বিষয়টি। এরপর ওয়ালটনের বিজ্ঞাপনের অংশবিশেষও তুলে ধরা হয়েছে। শেষে জানানো হয়েছে তাদের চুক্তির ধরনটি।
২০২২ সালের বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল মাঠ ও টিএসসিসহ দেশের আরও অনেক জায়গাতে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখানো, সেখানে আকাশি-সাদা জার্সির আধিক্য, সমর্থকদের উন্মাদনা নজর কেড়েছিল বৈশ্বিক গণমাধ্যমের। বিষয়টি আর্জেন্টিনার খেলোয়াড়দেরও চোখে পড়েছিল, কোচ লিওনেল স্কালোনি তো বিষয়টা নিয়ে কথাও বলেছিলেন!
এরপর থেকেই বাংলাদেশকে বিনিসুতোর ভ্রাতৃত্বের বন্ধনে বেধেছে আর্জেন্টিনা। ওয়ালটনের সঙ্গে তাদের এই চুক্তি সেটারই প্রতিফলন। তবে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলের চুক্তি এবারই প্রথম নয়। ২০২৩ সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিকাশের সঙ্গে চুক্তি করেছিল। সে চুক্তিতেও আর্জেন্টিনার আঞ্চলিক পৃষ্ঠপোষক হয়েছিল প্রতিষ্ঠানটি।
আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২