ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড

Anima Rakhi | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০৩:২৮:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন দ্বিতীয় দিনে গড়ালেও ওয়াল স্ট্রিট টানা নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিট নতুন রেকর্ড গড়ে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাজেট অচলাবস্থার মধ্যে ব্যাপক ফেডারেল কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন। এদিকে সিনেটে শুক্রবার ভোট হওয়ার কথা রয়েছে। হাউস কর্তৃক পাস হওয়া একটি প্রস্তাবের ওপর যা ২১ নভেম্বর পর্যন্ত সরকারকে বর্তমান স্তরে অর্থায়ন চালিয়ে যাওয়ার অনুমোদন দেবে।

এদিকে, ইউরোপ ও এশিয়ার প্রধান সূচকে ইতিবাচক প্রবণতার পর মার্কিন শেয়ারবাজার সেশন চলাকালে এক পর্যায়ে নিম্নমুখী হলেও দিন শেষে তিন প্রধান সূচকই নতুন উচ্চতায় বন্ধ হয়। ডাও জোন্স ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক বুধবারও রেকর্ড করেছিল। মূলত ফেডারেল রিজার্ভ চলতি মাসে সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশায়।

সিএফআরএ রিসার্চের স্যাম স্টোভাল বলেন, বিনিয়োগকারীরা মনে করছেন না শাটডাউন শিগগিরই শেষ হবে। তাই ফেড আরো সতর্ক কৌশল নেবে, যার মানে অক্টোবরেই সুদের হার কমানো।

শাটডাউনের কারণে শুক্রবার প্রকাশের কথা থাকা সেপ্টেম্বর মাসের মার্কিন চাকরির তথ্য বিলম্বিত হতে পারে।

দিনের শুরুতে এশিয়ার বাজারে প্রযুক্তি শেয়ারের জোয়ার দেখা যায়। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্স ওপেনএআইয়ের ‘স্টারগেট’ প্রকল্পে চিপ সরবরাহ চুক্তি করায় কোস্পি সূচক ২.৭ শতাংশ বেড়ে সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছায়। টোকিও ও হংকং সূচকও বেড়েছে, যদিও সাংহাই বাজার ছুটির কারণে বন্ধ ছিল।

ইউরোপীয় লেনদেনেও প্রযুক্তি শেয়ারের উত্থান অব্যাহত ছিল। এএসএমএল, এসটি মাইক্রোইলেকট্রনিকস এবং শনাইডার ইলেকট্রিকের শেয়ার যথাক্রমে ৪.৫, ২ ও ২ শতাংশের বেশি বেড়েছে। প্যারিস ও ফ্রাঙ্কফুর্ট এক শতাংশের বেশি লাভ নিয়ে দিন শেষ করেছে, তবে লন্ডনের এফটিএসই সূচক সামান্য কমেছে।

স্বতন্ত্র কোম্পানিগুলোর মধ্যে, তৃতীয় প্রান্তিকে অটো ডেলিভারিতে সাত শতাংশ বৃদ্ধির রিপোর্ট করা সত্ত্বেও টেসলার দাম ৫.১ শতাংশ কমেছে, যা সাম্প্রতিক প্রান্তিকে ধারাবাহিক পতনের ঘটনা।

বিশ্লেষকদের মতে, ৩০ সেপ্টেম্বর ইভি কর-ছাড় শেষ হওয়ার কারণে বিক্রি বেড়েছে, তবে এটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ারও ০.৫ শতাংশ কমেছে, তারা অক্সিডেন্টালের রাসায়নিক ইউনিট অক্সিকেম ৯.৭ বিলিয়ন ডলারে কিনবে ঘোষণা দেওয়ার পর। অক্সিডেন্টালের শেয়ার এদিন ৭.৩ শতাংশ পড়ে গেছে।

সূত্র : রয়টার্স

অনিমা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad