
স্পোর্টস ডেস্ক : আগামী বছর ১৪ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হকির বাছাই পর্ব হবে ফেব্রুয়ারি-মার্চে। বাংলাদেশকে বাছাই পর্বের টিকিট নিশ্চিত করতে হলে জিততে আর একটি ম্যাচ। রোববার জাপানের বিপক্ষে জিতলে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিশ্চিত হবে। হারলেও থাকবে কাগজ-কলমের সুযোগ, তখন প্লে-অফ ম্যাচ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে।
কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম কোয়ার্টারে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে আবারও গোল করেন আশরাফুল। এবার পেনাল্টি স্ট্রোক থেকে। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে অভিজ্ঞ ফরোয়ার্ড রোমান সরকার পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও রোমান সরকার গোল করে লিড বাড়ান ৪-০ তে। এরপর পরের মিনিটেই তৈয়ব আলীর ফিল্ড গোলে ব্যবধান ৫-০ করেন। কাজাখস্তানের আলতানবেক একটি গোল করে ব্যবধান ৫-১ নামিয়ে আনেন।
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:০০