‘সম্পূর্ণ নির্দোষ শেখ হাসিনা ও কামাল’

Anima Rakhi | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:৫২:০৮ পিএম

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ করেননি বলে মন্তব্য করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

তিনি বলেন, রাজসাক্ষী হিসেবে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের দেওয়া জবানবন্দির দিন ধার্য ছিল আজ। এরই মধ্যে আমি তাকে জেরা করেছি। জেরার একপর্যায়ে তিনি ক্ষমা চেয়েছেন। তবে ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না বলে আমি জানিয়েছি। অনেক কিছুর ক্ষমা হয়। কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা হয় না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মামুনকে জেরার প্রথমার্ধ শেষে আমির হোসেন বলেন, সাবেক আইজিপি মামুন যদি হত্যা করেই থাকেন কিংবা স্বীকার করেন; তাহলে তারও বিচার হওয়া উচিত। বর্তমানে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন চৌধুরী মামুন। কিন্তু আমি জেরার মাধ্যমে আনার চেষ্টা করছি তিনি নির্দোষ নন। এ ছাড়া, তিনি যাদের অপরাধী ভাবছেন; আমি মনে করি তারা কোনো অপরাধ করেননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আমার মক্কেল তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ কিংবা কোনো হত্যার সঙ্গে জড়িত নন। এ ছাড়া, তারা কোনো নির্দেশও দেননি।

এদিন বেলা সাড়ে ১১টার পর থেকে মামুনের জেরা শুরু হয়। দুপুর সোয়া ১টার পর কিছুক্ষণ বিরতি দিয়ে আড়াইটা থেকে আবারও সাবেক আইজিপি মামুনকে জেরা করেন আমির হোসেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে রয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

কুইকটিভি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যা ৬:৫১

▎সর্বশেষ

ad