ব্যবসায়ী শাওন হত্যা মামলায় রিমান্ডে আনিসুল হক

Anima Rakhi | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:৪১:০৯ পিএম

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার কাঁচামাল ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর শাওন হত্যার সুষ্ঠু তদন্তের জন্য আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাওন হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িযোগে কাঁচামালের ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। 

আন্দোলনের সময়ে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

কুইকটিভি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যা ৬:৪১

▎সর্বশেষ

ad