
ডেস্ক নিউজ : বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এরআগে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন মাসদুপুই। এ সময় উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসদুপুইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে তার সমৃদ্ধ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সরকার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৪৪