ডাকসু নির্বাচন: ভোটারদের তথ্যের গোপনীয়তা রক্ষায় হাইকোর্টে রিট

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ১০:৩৬:১৫ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবিসহ ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদন নিষ্পত্তির জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। রিটকারীরা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রেদোয়ান মন্ডল রিফাত, ক্রিমিনিলোজির শিক্ষার্থী ফাতিমা তাসনিম ঝুমা ও বোটানি বিভাগের সাবিকুন্নাহার তামান্না।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ বলেন, অনলাইনে ছবি দিয়ে অনেক নারী শিক্ষার্থী বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ্যে রাখা পুরুষের ছবি বা ঠিকানা সমস্যা নাও হতে পারে। তবে, নারীদের ছবি হাইলাইট করা যেতে পারে। কারণ, এর মধ্য দিয়ে অনেক নারী শিক্ষার্থীর ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন হচ্ছে। কেউ কেউ বুলিংয়ের শিকারও হচ্ছেন। কারণ অনলাইন থেকে ছবি নিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে নারীদের। এসব সমস্যার সমাধান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে করা আবেদনে জানানো হয়েছিল। কিন্তু তারা তা নিষ্পত্তি না করায় নারী শিক্ষার্থীদের ব্যাক্তিগত নিরাপত্তা সুরক্ষার জন্যে নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে আগামী রোববার (৩১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকায় প্রকাশিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি অপসারণ চেয়ে ভিসি বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা।

 

 

আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad