ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আমি নিজের ইচ্ছা জনতার ওপর চাপিয়ে দেই না

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৫ - ০৫:২০:১৯ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভূমিকা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করে বলেন, তার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা।

শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আমি নতা নই, মূল চালিকাশক্তি হলো সাধারণ মানুষ। তারা যেভাবে পরিবর্তন চায়, আমি কেবল সেটি বাস্তবায়নে সহায়তা করছি। তিনি জানান, তিনি কখনো নিজের মতামত জনগণের ওপর চাপিয়ে দেন না, বরং তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল।

তিনি নিজেকে নেতা নয়, বরং গণতন্ত্র ফিরিয়ে আনার একজন তত্ত্বাবধায়ক হিসেবে দেখেন। তবে এ প্রক্রিয়া সহজ নয় বলে স্বীকার করেন তিনি। অনেক চ্যালেঞ্জ আছে। কেউ কেউ এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। বাংলাদেশ থেকে উৎখাত হওয়া কিছু রাজনৈতিক শক্তি ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বলেন তিনি।

ড. ইউনূস বলেন, স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে গত ১০-১৫ বছর অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে এবার সেই সুযোগ আসছে। ১৮ বছর বয়সী একজন তরুণ-তরুণী ভোটের জন্য উৎসাহিত, কিন্তু তাদের কখনোই সুযোগ দেওয়া হয়নি। এবার তারা ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ভোট দেবে, যোগ করেন তিনি।

 

 

আয়শা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad