
ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা মতাদর্শ থাকলেও বিএনপি তার মধ্যমপন্থার রাজনীতির মাধ্যমে সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, চরমপন্থীসহ অনেক রকমের পন্থী আছে। বিএনপির যত সমালোচনাই করুক- ঘুরেফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যমপন্থী। এখানেই মনে করি বিএনপির গ্রহণযোগ্যতা।’আওয়ামী লীগের সমালোচনা করে ড. মঈন খান বলেন, ‘বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ একটি বড় অভিযোগ নিয়ে এসেছিল। তারা বলত, ক্যান্টমেন্টে বিএনপির জন্ম হয়েছিল। তর্কের খাতিরে ধরে নিলেও বাস্তবতা ভিন্ন।
সারাবিশ্বে অনেক মিলিটারি শাসন দেখেছি, তারা জনগণের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কুক্ষিগত করে। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল দাবি করে কিন্তু তারা একদলীয় শাসন কায়েম করেছিল। অন্যদিকে জিয়াউর রহমান ক্যান্টমেন্ট থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল।’
জিয়াউর রহমানকে নিয়ে অতীতে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করে তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক কথায় তারা বলত। তাকে অখ্যাত মেজর বলত আওয়ামী লীগ। যদিও তারা বুঝতে পারেনি সেই অখ্যাত মেজর কিভাবে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন সারাবিশ্বে। এটা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি।’
কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:৫৩