
অনলাইন নিউজ..
খাগড়াছড়ির দীঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার দুর্গম নাড়াইছড়ির দূলূছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। পুলিশ জানায়, ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় সেখান থেকে সংবাদ সংগ্রহ করা এবং নিরাপত্তা বাহিনীর পৌঁছানো অনেক কষ্টসাধ্য। তাই এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়েছি গতকাল রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ এবং জেএসএস সদস্যদের মাঝে প্রায় তিন থেকে চারশ রাউন্ড গোলাগুলি হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি এখনো থমথমে উল্লেখ করে তিনি আরও বলেন, সকাল থেকে দু‘পক্ষ মুখোমুখি রয়েছে। যেকোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে। আমাদের লোক পাঠানোর চেষ্টা চলছে।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.২২