উত্তরায় বন্ধ নাটক-সিনেমার শুটিং, ক্ষোভ প্রকাশ তারকাদের

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৫:৫২:২০ পিএম

বিনোদন ডেস্ক : রোববার (২০ জুলাই) উত্তরা সেক্টর ৪-র হাউজ মালিকদের ‘শুটিং বন্ধ’  সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে জানানো হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা করা সম্পূর্ণ আবাসিক নীতিমালার পরিপন্থী। এছাড়া শুটিংয়ের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট, সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ, সবার নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উত্তরা সেক্টর ৪ এলাকায় শুটিং হাউজ তিনটি। এগুলো হলো লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। চিঠির মাধ্যমে হঠাৎ শুটিং হাউজগুলো বন্ধের নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন,একটা হাউসে অনেক ধারাবাহিকের শুটিং চলে, অনেক কন্টিনিউটি আছে। তাই হঠাৎ করে বললেই হয় না, একটা সময় দিয়ে বন্ধের চিঠি দিতে পারত।গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বলেন,বিষয়টি নিয়ে আমরা সকল সংগঠনের সঙ্গে আলোচনা করব। এরপর উত্তরা কল্যাণ সমিতির সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে।নির্মাতা তপু খান বলেন,সরাসরি নিষেধাজ্ঞা শিল্পসংস্কৃতি বিকাশে বাধার শামিল। সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অনুরোধ করছি জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এ প্রসঙ্গে ‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বলেন,অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে। একটি মহল দীর্ঘদিন ধরেই উত্তরার শুটিং হাউজ উচ্ছেদের পাঁয়তারা করছে। আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়। শত শত স্কুল হয়, মাল্টিটাইপ ব্যবসা হয়।

শুধু শুটিংয়ে সমস্যা! আগেও এ ধরনের চেষ্টা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলো স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এবারও আশা করি তাই হবে। সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad