আমার পরিশ্রমটা দেবের চোখে পড়েছে: শুভশ্রী

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৪:১১:৪০ পিএম

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী একটা সময়ে আলোচিত জুটি ছিলেন। ছিল প্রেম, ছিল ভালোবাসা—আরও অনেক কিছু ছিল; কিন্তু হঠাৎ করে সেই সম্পর্কে যেন ছন্দপতন ঘটে। এরপর কেটে গেল ৯ বছর। তারপর আবার দুজনে ফিরছেন পর্দায়।  

একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেব তার সাবেক প্রেমিকা শুভশ্রীকে নিয়ে প্রশংসা করে বলেছেন, আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে। পাশাপাশি দাঁড়ালে কী বলব, জানি না। তিনি বলেন, আমি তার কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব, যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে, তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।

দেবের প্রশংসা শুনে চুপ থাকেননি শুভশ্রী গাঙ্গুলী। তিনি বলেন, ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমনটি নয়। তবে এত বছর পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটিই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব, আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভালো কাজ করছে।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad