প্রতারণার অভিযোগে বিটিএসের এজেন্সি হাইবের অফিসে পুলিশের অভিযান

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ১০:৫৩:১২ পিএম

বিনোদন ডেস্ক : কে-পপ সুপারস্টার ব্যান্ড বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা হাইব এবার তদন্তের মুখে। প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে অভিযান চালানো হয়। এক বিবৃতিতে তারা বলে, আমরা হাইবের অফিসে তল্লাশি ও জব্দ অভিযান পরিচালনা করছি। 

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকেজানা যায়, মূল অভিযোগটি ঘুরে ফিরে এসেছে হাইবের প্রতিষ্ঠাতা ব্যাং শি-হিউকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে কোম্পানির আইপিও চলাকালীন সময় প্রাথমিক বিনিয়োগকারীদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে তিনি প্রায় ২০০ বিলিয়ন ওন যা প্রায় ১৪৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অবৈধভাবে লাভ করেন।

এদিকে, হাইব কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় আমরা সব আইন ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করেছি। আমরা তদন্ত সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি এবং সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।’ তদন্ত শুরুর সময়টা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে বিটিএসের সাত সদস্যই সামরিক দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। দলের প্রত্যাবর্তন পরিকল্পনা রয়েছে ২০২৬ সালে, যার অংশ হিসেবে নতুন অ্যালবাম এবং বিশ্বভ্রমণ কনসার্টের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বিটিএসের প্রভাব কেবল সংগীত জগতেই সীমাবদ্ধ নয়; কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্যমতে, তারা বছরে ৫.৫ ট্রিলিয়ন ওন যা প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক অবদান রাখে, যা দক্ষিণ কোরিয়ার জিডিপির ০.২ শতাংশের সমান।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad