ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান, জানালেন আরাঘচি

Ayesha Siddika | আপডেট: ১১ জুলাই ২০২৫ - ০৪:৫০:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এদিকে তেহরানের পক্ষ থেকে হুমকি এলে আবারও ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পরমাণু কেন্দ্রে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ধ্বংস হয়নি বলেও দাবি করেছে তেল আবিব।

১২ দিনের সংঘাতের পর ইরানের সঙ্গে আবারো আলোচনার বিষয়ে আশা প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জানান, যুক্তরাষ্ট্র আচরণ বদলিয়ে, সম্মানের সহিত প্রস্তুাব দিলে ভেবে দেখবে তেহরান।
 
একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও সামরিক হামলার জন্য ক্ষতিপূরণ না দিলে কোনো সমঝোতা সম্ভব নয় বলেও জানান আরাঘচি। তার দাবি, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলাকালীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেল আবিবের দাবি, ইউরেনিয়ামের বড় একটি অংশ ধ্বংস না হয়ে কেবল মাটির নিচে চাপা পড়েছে। 
 
ইরান যদি সেই ইউরেনিয়াম উদ্ধার করতে যায় তবে আবারও সামরিক হামলার মুখোমুখি হবে। তবে তেহরানের অবস্থান একেবারে ভিন্ন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈজ্ঞানিক অর্জন এবং বৈধ অধিকার। এটি জাতীয় গৌরবের প্রশ্ন। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বৈশ্বিক আইন অনুযায়ী অনুমোদিত।
 
এর মধ্যে ইসরাইলি বিমানবাহিনীর সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ইরান থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেলআবিব। ইসরাইলকে হুমকি দেয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইসফাহানসহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

 

আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad