
স্পোর্টস ডেস্ক : সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, অর্ধযুগের চুক্তিতে দলে ভেড়াতে কুদুসের পেছনে টটেনহ্যামের খরচ প্রায় ৫৫ মিলিয়ন পাউন্ড। ১৬৫.৩৫ টাকা হারে বাংলাদেশি মুদ্রায় যা ৯০৯ কোটি ৪০ লাখ টাকার বেশি। এবারের দল বদলে ২৪ বছর বয়সী কুদুস ছিলেন চেলসির নজরে। তবে শেষ পর্যন্ত তাকে দলে ভেড়াতে সফল হয়েছেন টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক। ওয়েস্ট হ্যামে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন ডাচ ক্লাব আয়াক্সে।
টটেনহ্যামে যোগ দিয়ে আনন্দিত কুদুস বলেন, ‘এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি অনেক খুশি এবং মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না।’ একাধিক ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও কুদুস কেন টটেনহ্যামকে বেছে নিয়েছেন, সেটাও করেছেন খোলাসা। ঘানার এ ফরোয়ার্ড বলেন, ‘এখানে আসার অন্যতম কারণ, এখানকার প্রজেক্ট, ম্যানেজার যেভাবে দেখেন, তার অধীনে উন্নতি করা।
আমি তার ইতিহাস ঘেটে দেখেছি, কত প্রতিভাবে তিনি উন্নয়নের মাধ্যমে সেরা খেলোয়াড় বানিয়েছেন। আমিও একই কারণে তার অধীনে কাজ করতে চাই, এই কারণে এটা আমার কাছে বড় চুক্তি।’ওয়েস্ট হ্যামের হয়ে গত দুই মৌসুমে ৮০ ম্যাচ খেলে ১৯ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করেছেন কুদুস। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ২৩৫ ম্যাচে ৬৭ গোলের পাশাপাশি ২৪ অ্যাসিস্ট আছে এ ফরোয়ার্ডের নামের পাশে।
কিউটিভি/আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৩