
বিনোদন ডেস্ক : প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।
আরো বড় সুখবর হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজে। সঙ্গে রয়েছেন তার ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবর নিশ্চিত করেছেন।
‘এক দিন’ পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। এই ছবির মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার ছবি ‘জানে তু ইয়া জানে না’।
এদিকে জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ ছবির মাধ্যমে। চলতি বছরের শুরুতে তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে।
কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৩:২৮