ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

২০২৪-২৫ অর্থবছর: রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৫ - ০৪:৫৮:২৬ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩ হাজার ৩২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২৪ কোটি ৩২ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৮১৮ কেটি ৪৬ লাখ ডলার। আর প্রবাসীরা সিলেট বিভাগে ২৬৩ কোটি ৮৬ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩২ কোটি ৯৪ লাখ ডলার, রাজশাহী বিভাগে ১০১ কোটি ৬৩ লাখ ডলার, বরিশাল বিভাগে ৮৪ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৬০ কোটি ৮২ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪৬ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
 

২০২৪-২৫ অর্থবছরে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ
নংবিভাগজুলাইআগস্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বরজানুয়ারিফেব্রুয়ারিমার্চএপ্রিলমেজুনজুলাই-জুন
০১ঢাকা বিভাগ৯৭ কোটি ৮৬ লাখ১০৭ কোটি ২৭ লাখ১১২ কোটি ৭৮ লাখ১১৩ কোটি ৩৯ লাখ১০৪ কোটি ২ লাখ১৩০ কোটি ৫৮ লাখ১১২ কোটি ৮৮ লাখ১২২ কোটি ২৯ লাখ১৬০ কোটি ৭৯ লাখ১৩৬ কোটি ৩৩ লাখ১৫৯ কোটি ৪০ লাখ১৬৬ কোটি ৬৯ লাখ১ হাজার ৫২৪ কোটি ৩২ লাখ
০২চট্টগ্রাম বিভাগ৫২ কোটি ৭৪ লাখ৬১ কোটি ৮ লাখ৬৬ কোটি ৫৬ লাখ৬৯ কোটি ৪ লাখ৬০ কোটি ৩৯ লাখ৭২ কোটি ১৬ লাখ৫৬ কোটি ৫৩ লাখ৭২ কোটি ৭৪ লাখ৯৫ কোটি ৪ লাখ৭৩ কোটি ৭৯ লাখ৭৪ কোটি ৩০ লাখ৬৪ কোটি ১০ লাখ৮১৮ কেটি ৪৬ লাখ
০৩সিলেট বিভাগ১৮ কোটি ৬৭ লাখ২০ কোটি ২৪ লাখ২২ কোটি ১৯ লাখ২১ কোটি ৭৮ লাখ১৯ কোটি ৯৬ লাখ২১ কোটি ৮২ লাখ১৮ কোটি ৮৭ লাখ ২০ কোটি ৭৪ লাখ২৯ কোটি ৮৭ লাখ২৩ কোটি ৮৭ লাখ২৫ কোটি ৭৬ লাখ২০ কোটি ১০ লাখ২৬৩ কোটি ৮৬ লাখ
০৪খুলনা বিভাগ৬ কোটি ৯৬ লাখ১০ কোটি ৫১ লাখ১২ কোটি ১৫ লাখ১১ কোটি ৩৪ লাখ১১ কোটি ৮৬ লাখ ১২ কোটি ৪২ লাখ৮ কোটি ৯৫ লাখ১০ কোটি ৭৫ লাখ১৩ কোটি ৩২ লাখ১৩ কোটি ৮ লাখ১১ কোটি ৬৮ লাখ৯ কোটি ৯২ লাখ১৩২ কোটি ৯৪ লাখ
০৫রাজশাহী বিভাগ৫ কোটি ২০ লাখ৮ কোটি ৭৮ লাখ৯ কোটি ৫৮ লাখ৮ কোটি ৫১ লাখ৯ কোটি৯ কোটি ৩৪ লাখ৭ কোটি ৭ লাখ৭ কোটি ৭৬ লাখ৯ কোটি ৬৯ লাখ৯ কোটি ৫৬ লাখ৯ কোটি ৪৭ লাখ৭ কোটি ৬৬ লাখ১০১ কোটি ৬৩ লাখ
০৬বরিশাল বিভাগ৪ কোটি ২৮ লাখ৫ কোটি ৮২ লাখ৭ কোটি ৩৮ লাখ৬ কোটি ৮৩ লাখ৬ কোটি ৭৬ লাখ৭ কোটি ৫২ লাখ৬ কোটি ১৫ লাখ৮ কোটি ১৫ লাখ৯ কোটি ৫৬ লাখ৮ কোটি ৩৬ লাখ৭ কোটি ১৭ লাখ৬ কোটি ১৬ লাখ৮৪ কোটি ১৫ লাখ
০৭ময়মনসিংহ বিভাগ৩ কোটি ২৭ লাখ৪ কোটি ৮৫ লাখ৫ কোটি ৩২ লাখ৪ কোটি ৭৭ লাখ৪ কোটি ৮০ লাখ৫ কোটি ৭২ লাখ৪ কোটি ৪৪ লাখ৫ কোটি ৫০ লাখ ৬ কোটি ৪৫ লাখ ৬ কোটি ২৫ লাখ৫ কোটি ৩২ লাখ৪ কোটি ১৩ লাখ৬০ কোটি ৮২ লাখ
০৮রংপুর বিভাগ২ কোটি ৪০ লাখ৩ কোটি ৮৬ লাখ৪ কোটি ৪৫ লাখ৩ কোটি ৮৬ লাখ৩ কোটি ২০ লাখ৪ কোটি ৩৩ লাখ৩ কোটি ৬৪ লাখ৪ কোটি ৮৩ লাখ৪ কোটি ৮৪ লাখ৩ কোটি ৯৬ লাখ৩ কোটি ৮৬ লাখ৩ কোটি ৩৭ লাখ৪৬ কোটি ৫৯ লাখ

 

এদিকে, গত জুন মাসে দেশে এসেছে ২৮২ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে সর্বোচ্চ ১৬৬ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৪ কোটি ১০ লাখ ডলার, সিলেট বিভাগে ২০ কোটি ১০ লাখ ডলার, খুলনা বিভাগে ৯ কোটি ৯২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৬৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৬ কোটি ১৬ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪ কোটি ১৩ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
 
এদিকে গত অর্থবছরজুড়ে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। 

 

 

কিউটিভি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad