ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৫ - ০৮:২৪:১০ এএম

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খানের নতুন চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ মুক্তির মাত্র ১৮ দিনের মাথায় সব ভাষা মিলিয়ে আয় করেছে ১৪৯ কোটি ৮৯ লাখ টাকা।

আরএস প্রসন্ন পরিচালিত এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত এই আবেগঘন নাট্যচিত্রটি ইতোমধ্যেই আমির খানের ক্যারিয়ারে পঞ্চম সর্বোচ্চ আয়কারী ছবির স্থান দখল করেছে। আয়ের দিক থেকে ছবিটি ‘গজনি’ এবং ‘থাগস অফ হিন্দুস্তান’-এর মতো বড় বাজেটের সিনেমার চেয়েও এগিয়ে গেছে।

ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় একযোগে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে এর হৃদয়স্পর্শী গল্প বলার ধরণ এবং অভিনয় প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে।

প্রথম সপ্তাহে ছবিটি আয় করে শুক্রবার ১০.৭ কোটি, শনিবার ২০.২ কোটি এবং রবিবার ২৭.২৫ কোটি টাকা। এরপর প্রতিদিনই মোটামুটি আয় ধরে রেখে ছবিটি ১৮ দিনের মাথায় পৌঁছেছে ১৪৯.৮৯ কোটিতে, অর্থাৎ ১৫০ কোটির দোরগোড়ায়।

এমন আয়ের ফলে সম্প্রতি বক্স অফিসে ব্যর্থ ‘লাল সিং চাড্ডা’ (৬১.১২ কোটি)-এর পর এই ছবি আমির খানের জন্য এক জোরালো প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

এটি শুধু আর্থিক দিক থেকে নয়, পরিবারকেন্দ্রিক দর্শকদের সঙ্গেও আমির খানের একটি আবেগময় সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করেছে।

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/সকাল ৮:২৩

▎সর্বশেষ

ad