ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছয় দোকানিকে ৪৯ হাজার টাকা জরিমানা

Ayesha Siddika | আপডেট: ০৮ জুলাই ২০২৫ - ০৬:৫০:৫৮ পিএম

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণের দায়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর অজিত কুমার ঘোষকে ২০ হাজার টাকা, পচা ও বাসি মিষ্টি রাখার দায়ে আলম মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা, একই অপরাধে সাতক্ষীরা আদী ঘোষ ডেয়ারির বর্তমান প্রোপ্রাইটর ববিতা রানী ঘোষকে ৭ হাজার এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সুশান্ত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আসল ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সমর কুমার ঘোষকে ৫ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আসিক-সিয়াম ফল ভান্ডারের প্রোপ্রাইটর শরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগ, মিষ্টির হোটেল গুলোর মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা ও বাসি মিষ্টি বিক্রি, মেয়াদোত্তীর্ণ জিনিস পত্র সংরক্ষণসহ নানা অনিয়ম করে আসছিলো এ দিকে কোন কোন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন।

একাধিকবার জরিমানা করা হলেও তারা তা পরোয়া করেন না এবং স্বেচ্ছায় সামান্য জরিমানা দিয়েই আবার একই কাজ চালিয়ে যান।অভিযান কালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুর হোসেন, উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউটিভি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad