
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় প্রেসক্লাব মোড়ে পৌরসভার উদ্যোগে দৃষ্টিনন্দন টাওয়ার লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (১ জুলাই) চৌগাছা প্রেসক্লাব মোড়ে দৃষ্টিনন্দন টাওয়ার লাইটস্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুলআমিন, পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিকস¤পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রেসক্লাব সেক্রেটারী আজিজুর রহমান, বৈষম্যবিরোধীছাত্রনেতা রাশিদুল ইসলাম রিতম,সাংবাদিক বাবুল আক্তার ও শ্যামল দত্ত, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৫