ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ম্যাচ শেষে মেসির সবকিছু নিয়ে গেলেন দেম্বেলে

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২৫ - ০৭:৩২:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে এ দিন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ইন্টার মায়ামি। প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে মেসির কিছুটা ঝলক দেখেছেন সমর্থকেরা। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।  

পিএসজি বড় ব্যবধানে জিতলেও ম্যাচ শেষে উদযাপনের মধ্যমণি ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। কারণটাও সবার হয়তো জানা, অনেক দিন পর পুরোনো অনেকের সঙ্গে দেখা হয়েছে মেসির। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছেন মেসি। আরেকটা কারণ হচ্ছে মহাতারকা সত্তা।  
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পিএসজির খেলোয়াড়দের মেসির সঙ্গে এসে দেখা করতে দেখা গেছে। প্রথমে মাঠে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলাতে দেখা গেছে জিয়ানলুইজি দোন্নারুম্মা–খিচা কাভারাস্কেইয়াকে। এরপর লুকাস এরনান্দেজ, ভিতিনিয়া, মারকিনিওস, আশরাফ হাকিমিদের। 
 
পরে আবার ড্রেসিংরুমেও মেসির সঙ্গে আলাদা করে দেখা করতে যান তারা। তবে পিএসজি তারকাদের মধ্যে মেসিকে একরকম ‘লুটে’ নিয়েছেন তারই সাবেক সতীর্থ উসমান দেম্বেলে। ম্যাচ শেষে মেসির জার্সির পাশাপাশি শর্টস এবং বুটও নিয়ে নিয়েছেন তিনি। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন ফরাসি এই তারকা। 
 

এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেম্বেলে
মেসির জার্সি, শর্টস ও জুতার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন দেম্বেলে। 

 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে তার ১০ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন দেম্বেলে। আর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে। লিওনেল মেসি সর্বকালের সেরা। আমি আশা করি, তুমি ইন্টার মায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে।’ 

এ ছাড়া নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা যা নিয়েছেন, সেসবের ছবি পোস্ট করেছেন দেম্বেলে। যেখানে একটি ছবিতে মেসির ১০ নম্বর জার্সি, বুট এবং শর্টসও একসঙ্গে দেখা যায়। বলা যায়, মেসি যা পরে খেলেছেন, সবই নিয়ে নিয়েছেন দেম্বেলে। মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও জর্দি আলবার কাছ থেকে নেওয়া জার্সির ছবিও স্টোরিতে দিয়েছেন দেম্বেলে। পাশাপাশি ইন্টার মায়ামির মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা//৩০ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:২২

▎সর্বশেষ

ad