ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘নেইমারের হাতে এখনো সময় আছে’

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২৫ - ০৫:৪৪:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রতিটি দল নিজেদের প্রস্তুতি জোরদার করছে। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে চলতি মাসের শুরুতে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। 

২০২৩ সালের অক্টোবর মাসে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ২০২৫ সালে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে মাঠে ফিরতে পারেননি নিয়মিত। মার্চ ও জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও ছিলেন না। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না ব্রাজিল। অভিজ্ঞ নেতৃত্বের অভাবও চোখে পড়ছে।

নেইমার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দলের জন্য, বিশেষ করে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর সেটা করার জন্য তার হাতে সময় আছে। কোচ আরও বলেছেন, আমি তাকে বলেছি, যেন ঠিকভাবে নিজেকে তৈরি করে। আমাদের পরিকল্পনায় সে আছে, আমরা চাই সে ব্রাজিলের জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

 

 

কিউএটিভি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad