ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

৫ চার ৯ ছক্কায় ডু প্লেসির ঝড়ো সেঞ্চুরি

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২৫ - ০৫:৪০:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়খ ফাফ ডু প্লেসির বয়ষ ৪০ পেরিয়েছে অনেক আগেই। বুড়ো বয়সেও ব্যাট হাতে আগুন ঝরান প্রোটিয়া এই তারকা। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৫-এর গুরুত্বপূর্ণ এক ম্যাচে টেক্সাস সুপার কিংসের (টিএসকে) অধিনায়ক তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। যা শুধু দলকে জয়ের পথে নিয়ে গেল না, বরং তাকে পৌঁছে দিল টি-টোয়েন্টি ইতিহাসের এক অনন্য উচ্চতায়।

গতকাল রোববার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৫৩ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডু প্লেসি। ম্যাচটিতে জয়ের ফলে টেক্সাস সুপার কিংসের প্লে-অফের স্বপ্ন এখনও টিকে রয়েছে।

এটি চলতি টুর্নামেন্টে ফাফের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে ফাফ ডু প্লেসি টি-টোয়েন্টি ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে ৪০ বছর বয়সের পর দুটি শতরান করার কীর্তি গড়েছেন। যা একদিকে তার ফিটনেসের প্রমাণ, আবার অন্যদিকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকার মন্ত্রও।

এছাড়া, অধিনায়ক হিসেবে এটি ছিল তার অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি। যা তাকে তুলে দিয়েছে সবার ওপরে।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি

ফাফ ডু প্লেসি – ৮

বাবর আজম – ৭

মাইকেল ক্লিঙ্গার – ৭

বিরাট কোহলি – ৫

জেমস ভিন্স – ৫

বাবর আজমও নেতৃত্বে ধারাবাহিক পারফর্মার। পাকিস্তান, করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে অধিনায়ক হিসেবে ৭টি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৫২০০ বেশি রান।

 

 

কিউটিভি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad