
স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে রোববার (২৯ জুন) রাতে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মায়ামি। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ম্যাচের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মায়ামি কোচ মাশচেরানো। শক্তিমত্তায় পিএসজি অনেক এগিয়ে থাকলেও হাল ছাড়ছেন না তিনি। লড়াই করে টুর্নামেন্টে টিকে থাকার বার্তাও দিয়েছেন।
মাশচেরানো বলেন, ‘শ্রদ্ধা রেখে বলছি- আমি মনে করি আমরা আন্ডারডগ, কিন্তু তার মানে এই নয় যে আমরা ইতোমধ্যে ছিটকে গেছি। এই পর্যায়ে পৌঁছানোটা (রাউন্ড অব-১৬) কঠিন ছিল এবং দল সেটা অর্জন করেছে। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে নামব এবং আশা করি, আমরা পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাব।’
পিএসজির মতো বড় দলের বিপক্ষে লড়াইয়ের জন্য মেসির মতো তারকার উপর ভরসা রাখছেন মাশচেরানো। তিনি বলেন, ‘সবশেষ ম্যাচে আপনারা দেখেছেন, পালমেইরাসের বিপক্ষে পুরোপুরি ফিট না থেকেও মেসি ৯৫ মিনিট দুর্দান্ত লড়াই করেছে। সতীর্থদের জন্য আক্রমণের জায়গা তৈরি করে দিয়েছে। সে জানে কীভাবে নির্দেশনা দিতে হয়। বিশেষ করে যারা তরুণ এবং যাদের অভিজ্ঞতা কম।’
সাবেক কোনো ক্লাবের বিপক্ষে প্রথমবার খেলতে নামছেন মেসি। দুই মৌসুম কাটানো দলটির সঙ্গে বিশ্বকাপজয়ীর আছে নানা দুঃস্মৃতি। যা তিনি এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তু্লে ধরেছিলেন। তবে সেসব নিয়ে ভাবছেন না বলেই জানান মাশচেরানো।মেসি ছাড়াও লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসদের মতো অভিজ্ঞ তারকারা দলে থাকায় আত্মবিশ্বাস পাচ্ছেন মাশচেরানো।
কিউটিভি/আয়শা//২৯ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:২২