ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

টি-টোয়েন্টিতে স্মৃতি মান্ধানার প্রথম সেঞ্চুরি, কুপোকাত ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৯ জুন ২০২৫ - ০২:০৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার (২৮ জুন) রাতে ইংল্যান্ড নারী দলকে ৯৭ রানে হারিয়েছে ভারতের মেয়েরা। ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে থামে তারা। ভারতের পক্ষে ব্যাট হাতে ৬২ বলে ১১২ রানের এক ঝেড়ো ইনিংস খেলেন স্মৃতি। আর বল হাতে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন চরণী।

অসুস্থ থাকায় নটিংহ্যামে শনিবার খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক হারমনপ্রীত কৌর। তার জায়গায় নেতৃত্ব দেন স্মৃতি। টস হেরে ব্যাট করতে নেমেই দাপট দেখায় ভারত। শুরু থেকে আগ্রাসী খেলতে থাকেন স্মৃতি। ওপেনিং সঙ্গী শেফালি ভার্মা ২২ বলে ২০ রান করে আউট হলেও অন্যপ্রান্তে একাই ঝড় তুলতে থাকেন স্মৃতি। ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি।
 
এরপর হার্লিন দেওলের সঙ্গ নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন। ৫১ বলে সেঞ্চুরি তুলে নেন স্মৃতি। টি-টোয়েন্টিতে এটা তার প্রথম শতরান। ভারতের মেয়েদের মধ্যে দ্বিতীয়। এর আগে এই ফরম্যাটে কেবল হারমনপ্রীতেরই সেঞ্চুরি ছিল। শেষ পর্যন্ত ৬২ বলে ১১২ রান করে একলেস্টোনের বলে আউট হন স্মৃতি। ২৩ বলে ৪৩ রান করেন দেওল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রানে থামে ভারত।
ইংলিশদের হয়ে লওরেন বেল ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ ‍উইকেট নেন। জবাব দিতে নেমে ইংল্যান্ডের ন্যাট সাইবার-ব্রান্ট বাদে আর কেউ ন্যূনতম লড়াইটুকু করতে পারেননি। সাজঘর থেকে আসা-যাওয়ার পালা দেখা গিয়েছে পুরো ম্যাচে। ক্রিজে পড়ে থাকার ধৈর্য দেখা যায়নি কোনো ইংলিশ ব্যাটারের মধ্যেই। ৪২ বলে ৬৬ রান করে সাইবার-ব্রান্ট আউট হওয়ার পর আর দীর্ঘ হয়নি স্বাগতিকদের ইনিংস।
 
 
১৪.৫ ওভারে ১১৩ রানে থামে তারা।চরণী ৩.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট দীপ্তি শর্মা এবং রাধা যাদবের।

 

কিউটিভি/আয়শা//২৯ জুন ২০২৫, /দুপুর ২:০০

▎সর্বশেষ

ad