ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

৫১ বলে সেঞ্চুরি করে মান্ধানার অনন্য কীর্তি

Anima Rakhi | আপডেট: ২৯ জুন ২০২৫ - ০৭:০৮:৪১ এএম

স্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজের মাঠে শনিবার এক দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ইতিহাস গড়লেন ভারতের বাঁহাতি ওপেনার স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে শতক ও ৬২ বলে ১১২ রান করেন তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন।

এই ইনিংসে মান্ধানা হাঁকিয়েছেন ১৫টি চার ও ৩টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম শতক এবং ভারতের নারী ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের রেকর্ডটি ছিল হারমানপ্রিত কৌরের। তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১০৩ রান।

হারমানপ্রিতের চোটের কারণে প্রথম ম্যাচে দলের নেতৃত্বও দেন মান্ধানা। এই ম্যাচে ভারত তুলে নেয় ২১০ রানের বিশাল পুঁজি। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে। ফলে ভারত ৯৭ রানের বড় ব্যবধানে জয় পায়।

২৮ বছর বয়সী মান্ধানা এখন বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার। যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন। এর আগে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি।

কিউটিভি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৭:০৮

▎সর্বশেষ

ad