ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

৪০০ মিলিয়ন ডলারের সৌদি লিগের বিরুদ্ধে একজোট ভারত-ইংল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ২৮ জুন ২০২৫ - ০৫:২৪:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের প্রস্তাবিত উচ্চাভিলাষী টি-টোয়েন্টি লিগ—যার পেছনে রয়েছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পরিকল্পনা—তা বাস্তবায়নের পথে বড় ধাক্কা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিজেদের ঘরোয়া টুর্নামেন্টের গুরুত্ব ও বাজারমূল্য ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা, এমনই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।

এই সিদ্ধান্ত আসে চলতি জুন মাসে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় বিসিসিআই ও ইসিবির আলোচনার পর। তারা উদ্বিগ্ন, সৌদি লিগ চালু হলে আইপিএল ও দ্য হান্ড্রেডের মতো তাদের নিজস্ব লাভজনক ঘরোয়া টুর্নামেন্টের বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে এই লিগে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। কারণ, ‘এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্ট’ নামে সৌদি কোম্পানি প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় আট দলের একটি টি-টোয়েন্টি লিগে, যা বছরের বিভিন্ন সময়ে চারটি আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হবে—গ্র্যান্ড স্ল্যাম টেনিস কাঠামোর আদলে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য এই বিনিয়োগ লাভজনক হতে পারে, কারণ বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো সিএ এবং অস্ট্রেলিয়ার রাজ্য বোর্ডগুলোর মালিকানায়। প্রাইভেট বিনিয়োগের মাধ্যমে তারা অতিরিক্ত আয় করতে চায়।

তবে বিসিসিআই ও ইসিবি যেখানে নিজেদের শক্তিশালী ব্র্যান্ড আইপিএল ও দ্য হান্ড্রেড থেকে বড় অঙ্কের আয় করছে—আইপিএলের বাজারমূল্য প্রায় ১২ বিলিয়ন ডলার, আর দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজির ৪৯ শতাংশ বিক্রি করে ইসিবি প্রায় ৭০০ মিলিয়ন ডলার পাচ্ছে—তারা এই নতুন লিগকে বাজার ভাগাভাগির হুমকি হিসেবে দেখছে।

এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি বিসিসিআই-এর সাবেক সচিব। ফলে বিসিসিআই চাইলে তার সিদ্ধান্তের বাইরে কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে, সৌদি টি-টোয়েন্টি লিগ এখনো আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ানোর আগেই শক্তিশালী ক্রিকেট রাজনীতির মুখে পড়ে থমকে গেছে।

 

 

কিউটিভি/আয়শা//২৮ জুন ২০২৫, /বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad