ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচের আগে হুমকির আশঙ্কা, হোটেলে বন্দি ছিলেন রোহিতরা!

Ayesha Siddika | আপডেট: ২৮ জুন ২০২৫ - ০৫:০৯:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ছিল আমেরিকা। সে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলকে হোটেলেই বন্দি থাকতে হয়েছিল দু’দিন। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।

জিয়োহটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে শুনেছিলাম কোথাও থেকে হুমকি এসেছে। কিছু একটা হচ্ছিল। ম্যাচের দু’দিন আগে আমাদের হোটেল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি ছিল না। ঘরে বসেই খাবার খেতাম আমরা। গোটা হোটেলে এত লোক ছিল যে, ঘরের বাইরেও বের হতে পারতাম না। সমর্থক, সংবাদমাধ্যম, সকলেই ছিল হোটেলে। বুঝতে পারছিলাম ভারত-পাকিস্তান ম্যাচটা বাকি সব ম্যাচের থেকে আলাদা।’

উল্লেখ্য, রোহিত সম্প্রতি টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তিনি কেবল ওয়ান ডে ফরম্যাটে ভারতের হয়ে খেলবেন এবং সেই দলের অধিনায়কও তিনি। তাঁর নেতৃত্বেই ভারত জিতেছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি।

স্টেডিয়ামে পৌঁছানোর সময়ের অভিজ্ঞতা সম্পর্কে রোহিত বলেন, ‘আমরা যত স্টেডিয়ামের কাছে যাচ্ছিলাম, তত উৎসব দেখছিলাম। ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা নাচছেন। আমরা বহু ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছি। কিন্তু ম্যাচের আগে সমর্থকদের যে উত্তেজনা, সেটার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা করা সম্ভব নয়।’

বর্তমানে ক্রিকেট থেকে কিছুটা বিশ্রামে রয়েছেন রোহিত। স্ত্রী রীতিকা সাজদেহকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইতালির মিলানে। তবে আবার মাঠে ফিরবেন তিনি। আগস্টে বাংলাদেশের সঙ্গে ওয়ান ডে সিরিজে ভারতের হয়ে খেলবেন রোহিত। অন্যদিকে, ভারতীয় দল এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে, যার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল।

 

কিউটিভি/আয়শা//২৮ জুন ২০২৫, /বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad