ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে চমক দেখাবে কারা?

Ayesha Siddika | আপডেট: ২৭ জুন ২০২৫ - ১১:৪৫:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : ৩২ দলের ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। শনিবার থেকে শুরু হবে শেষ ষোলো পর্ব। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে দেখা মিলেছে চমক-অঘটনের। আবার প্রত্যাশিত ফলও এসেছে। শেষ ষোলোতে প্রিয় দলের পথটা কেমন হতে পারে এ নিয়ে এখন থেকেই হিসেব কষছেন ভক্ত-সমর্থকরা।

প্রথম পর্বে সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে এবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দল পিএসজির হার। আরেক চমক দেখায় ব্রাজিলের ক্লাবই ফ্ল্যামেঙ্গো। ইংলিশ ক্লাব চেলসি হারে ফ্ল্যামেঙ্গোর কাছে। ইউরোপিয়ান দলগুলোর মধ্যে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সাল্জবুর্গ।

ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবই শেষ ষোলো নিশ্চিত করে। তবে আর্জেন্টিনার দুই শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এবার শেষ ষোলোর শুরুতেই দেখা যাবে ‘অল ব্রাজিলিয়ান’ লড়াই। শনিবার পালমেইরাস খেলবে বোটাফোগোর বিপক্ষে। একই দিনে আরেক ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও বেনফিকা।

রবিবার যে কোয়ার্টার ফাইনাল হবে তাতে বাড়তি নজর থাকবে ফুটবল প্রেমীদের। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে প্রতিক্ষিত ম্যাচ হবে এটি তা বললেও ভুল হবে না। এদিন পিএসজির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক। এই ক্লাবে আসার আগে তিনি খেলেছেন পিএসজিতেই। পিএসজি ছাড়ার পর মেসি জানিয়েছিলেন, ফরাসি ক্লাবটিতে তিনি সুখে ছিলেন না।

২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে আর্জেন্টিনা হারানোর পর থেকেই যেন ফরাসিদের চোখের কাটা হয়েছেন মেসি। নামে ও ভারে পিএসজির চেয়ে ঢের পিছিয়ে মায়ামি। তবে ওই মেসি ম্যাজিকে দারুণ কিছু ঘটে কিনা সেই অপেক্ষায় থাকবেন মায়ামি ভক্তরা।রবিবার আরেক ম্যাচে মুখোমুখি হবে ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখ। ফ্ল্যামেঙ্গো চমক শেষ ষোলোতে বজায় থাকে কিনা সেদিকেই থাকবে নজর।

সোমবার ইন্তার মিলান খেলবে ফ্লুমিনেন্সের বিপক্ষে। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সৌদি আরবের অন্যতম সফল ক্লাব আল হিলালের। ম্যানসিটি গ্রুপসেরা হয়েছে জুভেন্তাসকে পেছনে ফেলে। আর আল হিলাল যে গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে সেই একই গ্রুপে ছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে গ্রুপ পর্বে ড্র করে আল হিলাল। ফলে সিটিকে থাকতে হচ্ছে সতর্ক।

মঙ্গলবার রিয়াল মাদ্রিদ খেলবে জুভেন্তাসের বিপক্ষে। ইউরোপিয়ান প্রতিযোগিতাতে এর আগে এই দুই দল মুখোমুখি হয়েছে। এবার ক্লাব বিশ্বকাপে কেমন ম্যাচ হয় তাদের সেটি দেখার। জুভেন্তাসের বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে জাবি আলোনসোর দল।

একই দিনে জার্মানের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে মন্টেরের। মেক্সিকোর দলের বিপক্ষে ম্যাচে ফেভারিট হিসেবে নামবে ডর্টমুন্ড।

এরপর বাংলাদেশ সময় ৪ জুলাই রাত থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব।

শেষ ষোলোর পথ ধরে কোয়ার্টারের ম্যাচগুলো হবে এমন –

পালমেইরাস/বোটাফোগো বনাম বেনফিকা/চেলসি

ইন্তার মিলান/ফ্লুমিনেন্স বনাম ম্যানসিটি/আল হিলাল

পিএসজি/মায়ামি বনাম বায়ার্ন/ফ্ল্যামেঙ্গো

রিয়াল/জুভেন্তাস বনাম ডর্টমুন্ড/মনটেরে

 

কিউটিভি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ১১:৪৩

▎সর্বশেষ

ad