
স্পোর্টস ডেস্ক : কলম্বো টেস্টে শুরুর ধাক্কা কাটিয়ে তৃতীয় দিনের প্রথম সেশনে নিজেদের খুঁজে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের প্রথম ইনিংসে রানের পাহাড়ের পথে কিছুটা বাঁধা সৃষ্টি করেছে টাইগার বোলাররা। প্রথম দুই দিনে ব্যাটে-বলে ছায়া হয়ে থাকা দলটি আজ সকালে ফিরেছে লড়াকু মেজাজে।
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২ উইকেটে ২৯০ রান। আজ টেস্টের তৃতীয় দিনের শুরুতেই আঘাত হানে বাংলাদেশের স্পিন আক্রমণ। প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নেয় তারা। তাতে কিছুটা স্বস্তি ফেরে লাল-সবুজ শিবিরে। লাঞ্চ বিরতির আগে ২৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১১১ রান। ৪৮ বলে ৪২ রানে অপরাজিত কুশল মেন্ডিস, ৮ রানে অপরাজিত সোনাল। স্বাগতিকদের লিড এখন ১৫৪ রান। সন্দেহ নেই চাপে থাকল বাংলাদেশই।
সেশনের শুরুতেই ভয়ংকর রূপে দেখা দিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ১৫৮ রানে অপরাজিত থাকা ওপেনার পাথুম নিসাঙ্কাকে ফেরান তিনি। এরপর দলীয় অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে মাত্র ৭ রানে ফেরান অভিজ্ঞ এই স্পিনার। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রাবাথ জায়াসুরিয়াকে বোল্ড করেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা কামিন্দু মেন্ডিসকে বোল্ড করে সেই জুটি ভাঙেন নাঈম হাসান। এই সেশনে তাইজুল ২টি, রানা ও নাঈম একটি করে উইকেট তুলে নেন।
যদিও বাংলাদেশের এই চার উইকেট পাওয়া সেশনটি ছিল স্বস্তির, কিন্তু শ্রীলঙ্কার জন্যও এটি ছিল এক অর্থে ইতিবাচক। কুশল মেন্ডিস এবং সোনাল দিনুশার জুটিতে লিড বাড়তে থাকে। কুশল ছিলেন ধীরস্থির, দিনুশা দায়িত্ব নিয়ে সঙ্গ দিয়েছেন। সেশনের শেষ পর্যন্ত ৬ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৪০১ রান, লিড দাঁড়ায় ১৫৪-তে। এই অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠছে ম্যাচে ফেরার চেষ্টাটা। কারণ প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল ছন্নছাড়া। দল থেমেছে ২৪৭ রানে। সাদমান ইসলামের ৪৬ ছিল সর্বোচ্চ। বাকিরা আসেন, দেখেন, ফিরে যান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটাই হয়ে উঠবে সবচেয়ে বড় পরীক্ষা!
কিউটিভি/আয়শা//২৭ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:০০