ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রিভার প্লেটকে বিদায় করে শেষ ষোলোতে ইন্টার মিলান

Ayesha Siddika | আপডেট: ২৬ জুন ২০২৫ - ০২:৩৮:২৭ পিএম

ডেস্ক নিউজ : ক্লাব বিশ্বকাপে দারুণভাবে শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ তে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে ওঠার দৌড়ে এগিয়ে ছিল তারা। তবে শেষ ম্যাচে হলো ছন্দপতন। ইতালির ক্লাব ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে আসর থেকেই বিদায় নিতে হলো তাদের। আর এই জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চত করেছে লাউতারো মার্টিনেজের দল।

আজ (বৃহস্পতিবার) ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে লুমেন ফিল্ডে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের খেলোয়াড়ই মেজাজ হারিয়েছেন বেশ কয়েকবার। সব মিলিয়ে ৮ বার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। সেই সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে।

প্রথমার্ধে গোলশূন্যের পর খেলার ৭২ মিনিটে ডেডলক ভাঙে ইন্টারের ১৯ বছর বয়সী পিও এসপোসিতোর গোলে। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৩ মিনিটের মাথায় ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি আরও একটি গোল আদায় করে নিলে শেষ ষোলোতে পা রাখে ইতালিয়ান ক্লাবটি।

এই হারে চলমান ক্লাব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দুটি ক্লাবই বিদায় নিশ্চিত করলো। বোকা জুনিয়র্স আগেই বিদায় নিয়েছিল। ইন্টার মিলান ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই চলে গেলো নকআউট রাউন্ডে। এই গ্রুপ থেকে ওঠা আরেকটি দল সার্জিও রামোসের মন্টেরি (পয়েন্ট ৫)। আর ৩ ম্যাচে একটি জয়, ড্র ও হার নিয়ে রিভার প্লেটের পয়েন্ট ৪।

 

 

কিউটিভি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad